ভেজা হলো না আমার,
তোমার ঠিকানায় সে গান
লেখা হল না আমার।
মাপতে মাপতে সময়,
ফুরিয়ে যাচ্ছি আমি রোজ,
হঠাৎ কখনও মনে পড়লে
বরং তুমি নিও আমার খোঁজ।
তবে থাক বাকি সে গানের কথা,
থাক বাকি সে সুর,
তোমার কথায় অল্প ভিজে
হেঁটে গেছি আমি বহুদূর।
ফিরবো বলে তো আসিনি এ পথে
বরং এগিয়ে যেতেই ছেড়েছি আমি ঘর,
এই পথ পাড়ে থেকে যাবো আমি
আরও লক্ষ কোটি বছর।
No comments:
Post a Comment