Saturday, April 25, 2015

ভুমিকম্প



গ্রীষ্মের তারায় ঢাকা রাত
কিংবা শীতের কুয়াশা ভরা সকাল,
প্রতিটা মুহূর্তেই তোমার রোমাঞ্চ 
গায়ে কাঁটা দেয় চিরকাল।
বর্ষার ঘোলাটে আলোয়
দৃষ্টি আরও ক্ষীণ হয়ে আসে,
দুচোখের পাতায় নিদ্রা নামে
শীতলতার আভাসে।
নিজের সৌন্দর্য অনুভব করতে গিয়েছিলে বুঝি,
তাই জন্যই আজ রোমাঞ্চে কেপে উঠলে তুমি!
তোমার প্রতিটা কম্পনে তুমি আরও নিষ্ঠুর,
তবুও ভয়ঙ্কর এক সুন্দর প্রকৃতি।

No comments:

Post a Comment