বৃষ্টিটা আজ কেমন যেন মনমরা
ঘাসগুলো নির্ভয়ে মাথা তুলে দাড়িয়ে আছে,
মাটির উপর বুটের ছাপ কই?
এতো প্রশ্নের উত্তর খুঁজতে যেওনা।
ছাতা মাথায় চলো,
এক বছর আগের মত আবার গিয়ে একটু দাঁড়াই,
এক বছর আগের মত আবার গিয়ে একটু দাঁড়াই,
দেখবে বৃষ্টিটা আরও শক্তি পাবে,
উড়িয়ে নিয়ে যাবে ছাতাটা,
আবার ভিজব দুজন একসাথে...
No comments:
Post a Comment