যদি তুমি নিঃস্বার্থ হও, শোনো এই জগতে তুমিই হয়তো সব থেকে বেশি বোকা, সব থেকে বেশি প্রতারিত, কারণ তুমি কারোর স্বপ্ন পূরণ করতে ব্যর্থ। তুমি কাউকে ঠকাতে জানো না, কাউকে মিথ্যা বলে কষ্ট দিতে জানো না, তুমি এই রোবট দুনিয়ায় থেকে কি করবে? যদি পারো তো এই স্রোতে গা ভাসিয়ে দাও, নইলে হয়ত তোমাকে সারাটা জীবন এইভাবেই যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হবে। তোমার সামনে সবাই তোমাকে বাহবা দেবে, কিন্তু জানো না তোমার পিছনে তারাই তোমায় নিয়ে 'খিল্লি' করবে। তোমার নামে মূর্তিও করতে রাজি তারা, কিন্তু তাতে দায়িত্ব নিয়ে পানের পিকটাও কিন্তু ফেলতে ছাড়বে না। এই রোবট পৃথিবীতে কেউ কারোর নয়, যদি পারো তো বদলে ফেলো নিজেকে। নইলে...
Bah.. ��
ReplyDeleteemon mone holo jano amakeyi bolcho...
এটাই তো এই পৃথিবীর খুব কঠিন একটা সত্য...
ReplyDelete