Friday, July 29, 2016

অবুঝ মন

চেহারার মোড়কে লুকনো একটা মানুষ,
তুমি তো চাওনি এই মনকে দেখতে?
কত প্রশ্ন জমে থাকে বইয়ের তাকে,
কখনও ভেবে দেখেছো এই মন কি চায়?
কত রাতে তোমার হুকুমে ক্লান্ত হয়েছে,
ঘুমিয়ে পড়েছে তবু তো কিছু বলেনি তোমায়!
প্রতিটি ভুলের মাঝে কে তোমার কপাল স্পর্শ করেছে,
এই মনকে ভালো লাগে না বলো আর?
একদিন নতুনের ভিড়ে খুঁজে নিও আমায়,
কত মুখ চেয়ে থাকবে তোমার চোখে
তবু তুমি খুঁজবে এই মনকে।
যাদের স্বার্থে বদলে যায় তোমার ভালোলাগা,
তারা কি তোমার স্বার্থে শেষ পরীক্ষায় ফেল করতে রাজি ছিল কোনোদিন?
প্রশ্নপত্র বড়োই কঠিন, এর উত্তর কারোর জানা নেই,
আমি যদি পরীক্ষক হই, নিজেও জানি না হয়তো।
প্রতিদিন মলাটের ভিড়ে নিলামে উঠছে তোমার শব্দের দাম,
ল্যাপটপ জানে কীবোর্ডে জমানো আমার এই অভিমান।

Thursday, July 21, 2016

ক্ষমা

সময় ভীষণ দুরন্ত,
আমরা সেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে বেড়াই
দূর থেকে দেখি চিমনীতে ধোঁওয়া ওড়ে,
সেই ধোঁওয়ার আড়ালে কখন বিকেল কেটে রাত নামে বুঝে উঠি না।
তোমার চোখের পাতায় ভেসে বেড়ায় সময়ের ভেলা,
এতটাই গভীর ওই জল যে তাতে আমি স্নান করতে পারি,
কেন বলোনি আমাকে এই জলের রহস্য?
আমি প্রতিদিন বিক্রি হই মানুষের বাজারে,
তোমার হাতে থাকে রিভিউয়ের পেপার,
পছন্দ না হলেই বিকল্প খুঁজতে চাও কর্পোরেট দুনিয়াতে
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি ওদিকে।
আমার শরীরেও ক্লান্তি নামে,
অভিমান থাকে, রাগ থাকে, তবু লুকিয়ে রাখি ভিতরেই,
প্রকাশ করতে নেই আমার চেহারায়
আমার ব্যর্থতার সামনে আয়না ধরতে ঝুড়ি ভর্তি বিকল্প পাঠিয়ে দাও তুমি
বুকের ভিতরে হৃদপিন্ডটাকে ওরা হত্যা করতে চায়, ভীষন ব্যথা হয়
আমি তো তখনও রাগ করি না তোমার সামনে।
মানুষ মাত্রই ভুল হয়, ভুল তো তুমিও করো
ক্ষমা আমাকে করতে হয়।
কখনও রাত জেগে আমার বালিশ স্পর্শ করোনি,
ভুলের পাহাড় জমে থাকে তোমার উঠোনে
তবুও আমি সেই পাহাড় ডিঙিয়ে ছুটে যাই তোমাকে ভালবাসতে,
তাতে হয়তো আরও কিছু ভুল করে ফেলি আমি,
ক্ষমা যদি করতে না পারো তাহলে কেন ভালোবাসো আমায়?

Wednesday, July 20, 2016

শহুরে আঁধার

একটা রাত্রির আবির্ভাব,
ঘুম পাড়ানির শহরে একা জেগে থাকে নিয়ন আলো,
আবছা আলোয় জড়িয়ে যায় ফুটপাথের প্রেম।
একা মেয়েটার শরীরে দাগ কাটে সমাজের কালো,
আমার শহর কেবল চিৎকার করে বলে ASHAME .
অন্ধ রাতে পাগলী খোঁজে তার ফেলে আসা জীবনের ছোঁয়া,
আমরা বুঝি জীবন বলতে সুখে থাকার গেম।
নেশার গেলাসে পাগলীর আকাশ ঘনিয়ে ওঠে ধূসর রঙের ধোঁয়া,
আমার শহর কেবল চিৎকার করে বলে ASHAME .
রাত্রি শেষে সূর্য উঠলে ভোরের আলোয় সাজে নিয়নের ঘুম,
বাজারের ভিড়ে ঘুম থেকে জেগে ওঠে আমার শহর।
গোয়েন্দারা এখন তদন্ত করে পাগলীর মৃত্যু স্বাভাবিক নাকি খুন,
ধর্ম আজকে যুদ্ধ করে ওর ঠাঁই শ্মশান নাকি কবর!

Friday, July 8, 2016

মনের বৃষ্টি

আমার মনের মাঝে বৃষ্টি নামে,
ক্লান্ত প্রেমের পুকুর।
তোমার প্রেমের তীক্ষ্ণ মানে,
বৃষ্টি ভেজা দুপুর।

Tuesday, July 5, 2016

আগামীর কথা

কোনোদিন কি আমাদের দেখা হওয়ার কথা ছিল?
অবাধ্য পৃথিবী ঘুরেই চলে,
স্থান, কাল সব উল্টে পাল্টে মিলিয়ে দেয়।
সকাল থেকে রাত হওয়ার মাঝে তোমার শব্দগুলো আমার চামড়া ভেদ করে ঢুকে যায়,
ভীষণ যন্ত্রণা হয়,
সেদিন তো তুমি আমাকে বলোনি এতো কিছু,
প্রতিদিন কত নতুন সংখ্যার জন্ম হয় তোমার চোয়ালের প্রতিটি ওঠানামায়,
আমি এখনও শূন্যের পাঁচিল বেয়ে উঠে বেড়িয়ে আসতে পারি না।
রাত নামলে বিছানার সাথে জড়িয়ে যায় আমার ঘুম
চারিদিকে কত কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে,
হিসেব কিছুতেই মিলতে চায় না
কাগজের দৈর্ঘে ঢাকা পড়ে যায় আমার সমস্ত অভিমান, ভালোবাসা।
হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়,
দেওয়াল জুড়ে শুনতে পাই অতীতের চিৎকার,
সময়ের দেওয়ালে সব লেখা থাকে আগামীর কথা।

Saturday, July 2, 2016

ছোট্ট বিদায়

সমুদ্রের শেষ প্রান্তে রাঙা সূর্যের বিদায়,
অপেক্ষা একটি নতুন সূর্যোদয়
কিন্তু দুঃখের বিষয়,
জীবনের সূর্য একবারই উদিত হয়।