Thursday, July 21, 2016

ক্ষমা

সময় ভীষণ দুরন্ত,
আমরা সেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে বেড়াই
দূর থেকে দেখি চিমনীতে ধোঁওয়া ওড়ে,
সেই ধোঁওয়ার আড়ালে কখন বিকেল কেটে রাত নামে বুঝে উঠি না।
তোমার চোখের পাতায় ভেসে বেড়ায় সময়ের ভেলা,
এতটাই গভীর ওই জল যে তাতে আমি স্নান করতে পারি,
কেন বলোনি আমাকে এই জলের রহস্য?
আমি প্রতিদিন বিক্রি হই মানুষের বাজারে,
তোমার হাতে থাকে রিভিউয়ের পেপার,
পছন্দ না হলেই বিকল্প খুঁজতে চাও কর্পোরেট দুনিয়াতে
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি ওদিকে।
আমার শরীরেও ক্লান্তি নামে,
অভিমান থাকে, রাগ থাকে, তবু লুকিয়ে রাখি ভিতরেই,
প্রকাশ করতে নেই আমার চেহারায়
আমার ব্যর্থতার সামনে আয়না ধরতে ঝুড়ি ভর্তি বিকল্প পাঠিয়ে দাও তুমি
বুকের ভিতরে হৃদপিন্ডটাকে ওরা হত্যা করতে চায়, ভীষন ব্যথা হয়
আমি তো তখনও রাগ করি না তোমার সামনে।
মানুষ মাত্রই ভুল হয়, ভুল তো তুমিও করো
ক্ষমা আমাকে করতে হয়।
কখনও রাত জেগে আমার বালিশ স্পর্শ করোনি,
ভুলের পাহাড় জমে থাকে তোমার উঠোনে
তবুও আমি সেই পাহাড় ডিঙিয়ে ছুটে যাই তোমাকে ভালবাসতে,
তাতে হয়তো আরও কিছু ভুল করে ফেলি আমি,
ক্ষমা যদি করতে না পারো তাহলে কেন ভালোবাসো আমায়?

No comments:

Post a Comment