Wednesday, July 20, 2016

শহুরে আঁধার

একটা রাত্রির আবির্ভাব,
ঘুম পাড়ানির শহরে একা জেগে থাকে নিয়ন আলো,
আবছা আলোয় জড়িয়ে যায় ফুটপাথের প্রেম।
একা মেয়েটার শরীরে দাগ কাটে সমাজের কালো,
আমার শহর কেবল চিৎকার করে বলে ASHAME .
অন্ধ রাতে পাগলী খোঁজে তার ফেলে আসা জীবনের ছোঁয়া,
আমরা বুঝি জীবন বলতে সুখে থাকার গেম।
নেশার গেলাসে পাগলীর আকাশ ঘনিয়ে ওঠে ধূসর রঙের ধোঁয়া,
আমার শহর কেবল চিৎকার করে বলে ASHAME .
রাত্রি শেষে সূর্য উঠলে ভোরের আলোয় সাজে নিয়নের ঘুম,
বাজারের ভিড়ে ঘুম থেকে জেগে ওঠে আমার শহর।
গোয়েন্দারা এখন তদন্ত করে পাগলীর মৃত্যু স্বাভাবিক নাকি খুন,
ধর্ম আজকে যুদ্ধ করে ওর ঠাঁই শ্মশান নাকি কবর!

No comments:

Post a Comment