Thursday, September 29, 2016

উড়ালপুলের পথে

নিঃস্ব ছায়ায় শুয়ে আছে পাখিদের কলরব,
ছাদহীন পিলার পড়ে থাকে রাস্তাঘাট জুড়ে,
শহরের পথ আঁকড়ে ল্যাম্পপোস্ট স্বপ্ন দেখে,
আকাশ ছুঁয়ে আলোকিত করে দেয় আমাদের রাস্তাঘাট।
পথ উঠে যায় মহাশূন্যের উদ্দেশ্যে
চোখ বড়ো বড়ো করে ছুটে যায় চাকার আওয়াজ,
একটা ব্যস্ত রাস্তা, পিলারের গল্প শোনে অন্ধ রাত্রি,
শিশির জমতে থাকে বিজলী বাতির কাঁচে,
ডুকরে কেঁদে ওঠে এই পথঘাটের ধুলো।
আমার হেঁটে যাওয়ায় মিশে যায় নিঃশব্দ কিছু ভুল,
নতুন গল্প সাজিয়ে শূন্যে পাড়ি দেয় একলা উড়ালপুল।

2 comments: