Sunday, October 16, 2016

একক

শীতের কামড় পড়ছে গায়ে শুষ্ক হাওয়ার ডাক,
বৃষ্টি নামলে সময় ভাঙলে কাঁদছে ঘুমের রাত।
একলা মনে ঠোঁটের কোনে জমছে শব্দের ঝাঁক,
সাঁঝের বন্দর হাঁটছে পায়ে, আকাশ করছে মাত।

No comments:

Post a Comment