Thursday, October 27, 2016

মিথ্যে

ছায়ার মানুষ দাঁড়িয়ে আছে, তোর জানালার অন্ধকারে,
মিথ্যে শব্দ সত্যি সাজে, কথার ভিতর অহংকারে।
মিথ্যা যে তোর ঠোঁটের ডগায়, সত্যি কথার নিম্নস্বরে,
মাঝরাতে প্রেম আজও কাঁদায়, আসলি কেন আমার ঘরে?

No comments:

Post a Comment