কত ভালো হতো যদি সব ভেঙে জুড়ে ফেলা যেত,
কত ভালো হতো যদি হাতে মুঠো রোদ ধরা যেত,
কত ভালো হতো যদি ভাঙা মেঘে ভেসে যাওয়া যেত,
কত ভালো হতো যদি সব গান বেঁধে ফেলা যেত,
যদি সব ভালো হয়ে যেত, আশাগুলো আশাহত, মেঘেরা ঘরে ফিরে যেত।
তবে সাঁঝবাতি নিভে যেত, তুলসীরও মাথা নত, গান বাঁধা কবে ঘুচে যেত।
কত ভালো হতো যদি ভাঙা ডালে হাসি ফিরে যেত,
কত ভালো হতো যদি এক ডাকে তোকে পাওয়া যেত,
কত ভালো হতো যদি সব ভুল মুছে ফেলা যেত,
কত ভালো হতো যদি মাঝরাতে ফিরে আসা যেত,
যদি সব ভালো হয়ে যেত, মন ছুঁয়ে কথা দিত, জোনাকির ঘর ভাঙা যেত।
তবে তারাদের রাগ হতো, সময়েরও দেখা হতো, তোকে নিয়ে ঘর বাঁধা যেত।
কত ভালো হতো, কত ভালো হতো, কত ভালো হতো, যদি সব কিছু ভুলে যাওয়া যেত।।
No comments:
Post a Comment