তোর উঠোনে আলোর রঙ ছড়িয়ে থাক,
শুকনো দেওয়ালের গায়ে বারুদের গন্ধ মেখে
লিখে রাখা থাকুক আমার উৎসবের দিনগুলো,
আমার তো ফিরে আসার কথা ছিল
অন্য কোনও মনের সন্ধানে।
তবু জল গড়িয়ে মিশে যায় ঢুসরে,
সাদা কালো চোখে চশমার প্রয়োজন পড়ে,
আমার রাস্তা বদলে যায়
যেখানে তোর ছায়া ঘুরতে আসেনি কখনও
আমিও বদলে যেতে ভালোবাসি প্রতিটি ফোঁটায়।
No comments:
Post a Comment