Monday, December 19, 2016

সুইচিং

সন্ধ্যা বেলার শান্ত গলি
গল্প শোনে চুপ করে,
দুইটি মানুষ পথ হেঁটে যায়
পাঁচিলগুলোকে ভাগ করে।
অন্ধ প্রেমিক ভাসলো জলে
বালিশ মোড়া রাত ঘুমে,
তার প্রেমিকার ঘুম জড়ালো
অন্য কারোর বেডরুমে।
রাতের আকাশ ক্লান্ত বড়োই
অনেক চোখের জল মুছে,
এমনি করেই প্রেম ভেঙে যায়
ভরসা করে চোখ বুজে।
তোমার আমার পুরনো কথা
পড়ছে মনে খুব ভোরে,
সময় পেলে এসো একদিন
হাঁটবো আবার হাত ধরে।

Wednesday, December 14, 2016

একটা শীত

বইছে দিনের আবছা রোদে উত্তরে হিম হাওয়া,
শান্ত জলের নীলের ভিড়ে লুকিয়ে শীতের ছায়া,
কলেজ মাঠের অল্প ঘাসে ব্রিজের পথে যাওয়া,
এই বছরের শ্রেষ্ঠ উপহার বন্ধু তোদের পাওয়া।

Sunday, December 11, 2016

সেই গাছ

গাছটা তোমায় ভরসা দিলো,
মাথার উপর ছায়াও দিলো,
বিয়ের সময় পালকি কিনে
সেই গাছেরই প্রানটা নিলে?

Saturday, December 10, 2016

প্রেমের শহর কলকাতা

আঁধার নামছে শহর জুড়ে
গলির মোড়ে ফুটপাথে,
জমছে ট্র্যাফিক রাস্তা ঘিরে
ক্লান্ত হাতের উত্তাপে।
আজব শহর আলোর মেলায়
পায়ের গুঁতোয় পথ চলা,
ক্লান্ত রাতে মাতছে খেলায়
প্রেমের শহর কলকাতা।

Thursday, December 8, 2016

বিকাল


বিকেলের রক্তমাখা সূর্য আঁধারে ডুব দেয়,
ব্যস্ত শহরের বুকে সন্ধ্যা নেমে যায় খুব,
ভাঙা রাস্তার পুরনো গলি নতুন প্রেম সাজায়,
জোনাকিরা আলো ছড়িয়ে দেয় অদ্ভুৎ।

জঙ্গল পেরিয়ে ভোর নামে ঘাসে জমা শিশিরে,
স্বপ্নের মায়াজাল ভেদ করে দেয় সকাল,
ঘুম চোখের মুখগুলো স্পষ্ট হয়ে যায় আলোর গভীরে,
সূর্যের রোদে পরাজিত আরেকটা রক্তাক্ত বিকাল।

Friday, December 2, 2016

সবুজের ভিড়

শীতমাখা দিনে রোদ গোনে প্রহর,
সবুজের ভিড়ে হিমে ভেজা শহর,
ঘুমে চোখ ভেজা ঘাসেদের গান,
শিশিরের গায়ে জমে অভিমান।