Monday, December 19, 2016

সুইচিং

সন্ধ্যা বেলার শান্ত গলি
গল্প শোনে চুপ করে,
দুইটি মানুষ পথ হেঁটে যায়
পাঁচিলগুলোকে ভাগ করে।
অন্ধ প্রেমিক ভাসলো জলে
বালিশ মোড়া রাত ঘুমে,
তার প্রেমিকার ঘুম জড়ালো
অন্য কারোর বেডরুমে।
রাতের আকাশ ক্লান্ত বড়োই
অনেক চোখের জল মুছে,
এমনি করেই প্রেম ভেঙে যায়
ভরসা করে চোখ বুজে।
তোমার আমার পুরনো কথা
পড়ছে মনে খুব ভোরে,
সময় পেলে এসো একদিন
হাঁটবো আবার হাত ধরে।

No comments:

Post a Comment