Tuesday, January 3, 2017

উল্কারাত

এই সন্ধ্যায় পাহাড় ঘুমায়, তারায় ভিজে রাত নামে,
ঘাসের নীচে ডাকছে ঝিঝি, আকাশ তোমার ডাকনামে।
নিঝুম রাতের উল্কা খসে অন্ধকারের হাত ধরে,
দুইটি মানুষ স্বপ্ন দেখে চোখের তারায় ভর করে।

গাছের গুঁড়ি স্নেহয় জড়ায়, ছায়ার নীচের ঘুম জানে,
এই পৃথিবী নিয়ম মেনেই ভরছে খুশী তোর খামে।
সময় পেলেই চাইবো আমি উল্কা খসা এক ভোরে,
তোরই সাথে থাকবো আমি জীবন স্রোতের সব মোড়ে।

No comments:

Post a Comment