একটি মানুষ একলা ফেরে
বর্ষবরণ রাতে,
সমাজ তাকে স্পর্শ করে
পোশাকের অজুহাতে।
নারী বলে মানুষ না ভেবে
ভাবছো খেলার পুতুল,
এখনও বলছি সময় আছে,
শুধরে নিও ভুল।
দেখবে যেদিন হাজার নারী
নামবে রাস্তা জুড়ে,
সেদিন কিন্তু পার পাবে না
লুকিয়ো মাটি খুঁড়ে।
No comments:
Post a Comment