Sunday, January 22, 2017

আবেগ মন্ত্র

আজ আকাশের কান্না বুকে জমছে অভিমান,
প্রেমিকা তাই প্রেমের খাতায় বাড়ায় ব্যাবধান,
ভালো থাকার মন্ত্র পড়ে, বাঁচতে চাইছি রোজ,
কলম খুঁচিয়ে আবেগের ভিড়ে করছি শব্দের খোঁজ।

No comments:

Post a Comment