Saturday, January 14, 2017

ন্যাচারাল

হাওয়া বয়ে যায় শহরের রাতে,
ঘড়ি মাপে রাত, সময়ের হাতে,
জোনাকিরা কাঁদে একা মাঝরাতে,
ফিরে আসে প্রেম চিঠি লেখা হাতে।

ভালোবাসা লাগে প্রেমিকার কাঁধে,
আকাশের হাসি জ্যোৎস্নার চাঁদে,
চলে গেছে শীত, বলে গেছে কাকে?
তুমি আমি আজও হাঁটি ফুটপাথে।

No comments:

Post a Comment