বিকেলের রক্তমাখা সূর্য আঁধারে ডুব দেয়,
ব্যস্ত শহরের বুকে সন্ধ্যা নেমে যায় খুব,
ভাঙা রাস্তার পুরনো গলি নতুন প্রেম সাজায়,
জোনাকিরা আলো ছড়িয়ে দেয় অদ্ভুৎ।
জঙ্গল পেরিয়ে ভোর নামে ঘাসে জমা শিশিরে,
স্বপ্নের মায়াজাল ভেদ করে দেয় সকাল,
ঘুম চোখের মুখগুলো স্পষ্ট হয়ে যায় আলোর গভীরে,
সূর্যের রোদে পরাজিত আরেকটা রক্তাক্ত বিকাল।
No comments:
Post a Comment