Saturday, March 11, 2017

প্রেমের সাক্ষ

কোনো এক শীতের রাতে অভিমানী আকাশের নীচে শুধু একটিমাত্র বার জড়িয়ে ধরতে দিও তোমায়। আমি চাই ছায়াপথে উপস্থিত প্রত্যেকটি নক্ষত্র অনন্তকাল যাবৎ বয়ে বেড়াক আমাদের ভালোবাসার সাক্ষ।

No comments:

Post a Comment