Saturday, March 18, 2017

বাকি কথা

কিছু কথা বলা ছিল বাকি,
আমি রোজ ভুলে যেতে রাজি,
তাই চিৎকার করে জানি লাভ তো নাই।
তবু মনে মনে আজও লিখে রাখি,
জানি সময় এখনও অনেক বাকি,
তাই বলবো ভেবেও রোজ থেমে তো যাই।

হেঁটে গেছি প্রতি অন্ধকারে,
কে যেন আলোর রুমাল নাড়ে,
কালো মেঘ পথ জুড়ে কবিতার ভিড় বাড়ায়।
থেমে যাই অনেক বদ্ধ ঘরে,
রাত ভেঙে বেশ কিছু শব্দ ঝড়ে,
কবিতার শেষ লাইন আজও এখানেই থমকে যায়।

No comments:

Post a Comment