Wednesday, March 15, 2017

ফেরার পথে

তোমার ফিরে যাওয়ায় সমস্ত শব্দ চাপা পড়েছিল জানালার কাঁচে,
পথগুলো বসন্তকে আহ্বান করেছিলো সেই রাতে, তবু সে আসেনি,
আজ একটিবার অনুভব করে দেখো আমার দেওয়ালের প্রতিটি ভাঁজে,
সবাই কেঁদেছিল সেই রাতে, শুধু সবার সামনে চোখগুলো জলে ভাসেনি।

No comments:

Post a Comment