Monday, July 3, 2017

এই শহর

এ শহর আজও ভিজে আছে জলে
বৃষ্টির কিংবা আবছা স্মৃতিদের দলে,
এ শহর আজও রাতে তারা গোনে
একা জেগে থাকা প্রেমিকার মনে।

No comments:

Post a Comment