Thursday, July 6, 2017

অদৃশ্য চাবুক

ধারালো ব্লেডের আদরে স্নান করা কিছু বাক্য প্রতিদিন
হয়ে ওঠে মনের গোপনেও চোখের আড়ালে সম্মুখীন।
যেখানে আঘাত অনুভব করতে প্রয়োজন নেই
কোনও ইন্দ্রিয়ের, কথা শেষ হয় 'প্রয়োজন'-এই,
সেখানে তোমাদের অক্ষরগুলো সাজানো থাকে
আমার মনের গভীরে জমানো স্বাধীনতার রাতে।
আমার বাক্যাভ্যাস মানতে না চাইলেও বেঁধে রাখি
শব্দের মালাতে, কারণ আমিতো জানি ভোর বাকি।
নতুন সকালের সন্ধানে বেরবো ভোররাতে একদিন
খোঁজ করবো কোন নদীর মোহনায় আমিও স্বাধীন,
প্রার্থনা করো যেন ভোঁতা হয়ে থাকে আমার এই চোরা মুখ,
নইলে কিন্তু ঘোর বিলুপ্তির পথে তোমার ওই অদৃশ্য চাবুক।

No comments:

Post a Comment