Friday, December 15, 2017

চিঠির হৃদয়

আগুনে জ্বেলো আলো,
বালুচরে পোড়ে জোনাকির অবশেষ,
সমুদ্রের গভীরতা জানে
নীল আকাশের বুকে চন্দ্রিমার নিরুদ্দেশ।
যেখানে লুকিয়ে বাঁচে স্বপ্ন,
বুকের খাঁচায় শুরু, মগজের কোণে শেষ,
তোমাকে না দেওয়া চিঠিটা বলে,
এই তো আছি আমি এভাবেই ভালো বেশ।

Wednesday, December 13, 2017

বুকের আগুন

চল গোলাপ হাতে যুদ্ধ করি,
আগুনটা জ্বলুক বুকে,
অনাহারে যে পেটটা কাঁদছে
অন্ন তুলে দিই তার মুখে।
হিংসা-মৃত্যু-মারামারি করে
লাভটা কি হয় বল?
যে মানুষটা যুদ্ধে জিতছে,
তার চোখেও দেখ জল।

Saturday, December 9, 2017

Locus of mind

A positive minded person will always collect the negative things and multiply them to get a positive result, that's the beauty of life.

Thursday, December 7, 2017

জমা সুখ

শব্দের তির বিঁধছে বুকে
গভীরে জমছে ক্ষত,
জমা কথারা বাড়ছে সুখে
সময় এগোচ্ছে যত।

Wednesday, December 6, 2017

মুহূর্ত

প্রিয় তুমি বোঝো না এ জটিল ধাঁধাঁ,
আমাদের মুহুর্তেরা জন্মসূত্রে বাঁধা।

Saturday, December 2, 2017

আলোর সন্ধান

আমার শহর বিকেল পেড়িয়ে সন্ধ্যা নামার সাথে,
পথের দুপাশে আলোর মালায় বিজলী বাতি গাঁথে,
এইটুকু দিন আলোর শেষে মোমবাতি জ্বেলে মনে,
মগজ খুঁড়ে তল্লাশি চালাই তোমাকে দেখবো বলে।
জানিনা মনে দেখা হবে কিনা, তবু চোখে হয় দেখা,
শহরে হঠাৎ প্রেম উঁকি দেয়, তুমি কেন এতো একা?
আমাকে বলো গল্প তোমার, শুনবো তোমার সুরে,
রাতেও আছে সূর্যের আলো, চাঁদের আকাশ জুড়ে।