Friday, December 15, 2017

চিঠির হৃদয়

আগুনে জ্বেলো আলো,
বালুচরে পোড়ে জোনাকির অবশেষ,
সমুদ্রের গভীরতা জানে
নীল আকাশের বুকে চন্দ্রিমার নিরুদ্দেশ।
যেখানে লুকিয়ে বাঁচে স্বপ্ন,
বুকের খাঁচায় শুরু, মগজের কোণে শেষ,
তোমাকে না দেওয়া চিঠিটা বলে,
এই তো আছি আমি এভাবেই ভালো বেশ।

No comments:

Post a Comment