Wednesday, December 13, 2017

বুকের আগুন

চল গোলাপ হাতে যুদ্ধ করি,
আগুনটা জ্বলুক বুকে,
অনাহারে যে পেটটা কাঁদছে
অন্ন তুলে দিই তার মুখে।
হিংসা-মৃত্যু-মারামারি করে
লাভটা কি হয় বল?
যে মানুষটা যুদ্ধে জিতছে,
তার চোখেও দেখ জল।

No comments:

Post a Comment