আমার শহর বিকেল পেড়িয়ে সন্ধ্যা নামার সাথে,
পথের দুপাশে আলোর মালায় বিজলী বাতি গাঁথে,
এইটুকু দিন আলোর শেষে মোমবাতি জ্বেলে মনে,
মগজ খুঁড়ে তল্লাশি চালাই তোমাকে দেখবো বলে।
জানিনা মনে দেখা হবে কিনা, তবু চোখে হয় দেখা,
শহরে হঠাৎ প্রেম উঁকি দেয়, তুমি কেন এতো একা?
আমাকে বলো গল্প তোমার, শুনবো তোমার সুরে,
রাতেও আছে সূর্যের আলো, চাঁদের আকাশ জুড়ে।
পথের দুপাশে আলোর মালায় বিজলী বাতি গাঁথে,
এইটুকু দিন আলোর শেষে মোমবাতি জ্বেলে মনে,
মগজ খুঁড়ে তল্লাশি চালাই তোমাকে দেখবো বলে।
জানিনা মনে দেখা হবে কিনা, তবু চোখে হয় দেখা,
শহরে হঠাৎ প্রেম উঁকি দেয়, তুমি কেন এতো একা?
আমাকে বলো গল্প তোমার, শুনবো তোমার সুরে,
রাতেও আছে সূর্যের আলো, চাঁদের আকাশ জুড়ে।
No comments:
Post a Comment