Sunday, November 25, 2018

সেই রোদ্দুর - গান

সেই রোদ্দুর একটা সকাল, অনেক গল্প বাকি,
সেই মেয়েটা আড়াল পেলেই তোর সাথে দেয় ফাঁকি,
সেই কথার পাগলামি আর খুনসুটি ভেজা শহর,
সেই গল্পের শেষ নেই শুধু শুরুর হাজার খবর,
তোকে দেওয়া দিনগুলো গল্পে রঙিন হয়ে ফিরে আসে বারবার,
কথার চোরাস্রোত কিংবা প্রতিরোধ, তোকেই চাই প্রতিবার।

মিলিয়ে যাওয়া ইচ্ছে - গান

যদি নেমে আসে সন্ধ্যাতারা
তোমাকে বলে যায় গোপনে,
কোন রজনীতে আমাদের গল্পগুলো
এক হয়ে যাওয়ার কথা আছে,
সুমধুর এক জ্যোৎস্না রাতে
বাঁশিওয়ালা সূর তোলে পবন ডানায়,
মিলিয়ে যাওয়া ইচ্ছেগুলো জেগে ওঠে
সেই রাতের কোলে তোমার গভীরে অশ্রু হতে।

Thursday, November 1, 2018

প্রেমের পরিসর

স্বাধীন দু'চোখ চায় তাকিয়ে থাকতে
তোর নালিশ জমা ঠোঁটের আদলে,
আমি জানি ভীষণ অভিমান জমে
তোর চোখের কোণের ভেজা কাজলে।
এভাবেই প্রেম বাড়ে প্রতি ভোরে
তোকে ঘিরে শীতের নরম রোদের আদরে,
কখনও বা রাত্রি ভাঙা ঘুমের আলিঙ্গন
আবার কখনও ভালোবাসার উষ্ণ চাদরে।
বেড়ে উঠুক আমাদের প্রেম মিথোজীবী হয়ে,
ভরে যাক সমস্ত শূন্যতার করিডর,
রাত্রের শহর ভরে উঠুক কাঁচা আলোয় ভিজে
প্রসন্ন হোক আমাদের প্রেমের পরিসর।