Sunday, November 25, 2018

সেই রোদ্দুর - গান

সেই রোদ্দুর একটা সকাল, অনেক গল্প বাকি,
সেই মেয়েটা আড়াল পেলেই তোর সাথে দেয় ফাঁকি,
সেই কথার পাগলামি আর খুনসুটি ভেজা শহর,
সেই গল্পের শেষ নেই শুধু শুরুর হাজার খবর,
তোকে দেওয়া দিনগুলো গল্পে রঙিন হয়ে ফিরে আসে বারবার,
কথার চোরাস্রোত কিংবা প্রতিরোধ, তোকেই চাই প্রতিবার।

No comments:

Post a Comment