Thursday, November 1, 2018

প্রেমের পরিসর

স্বাধীন দু'চোখ চায় তাকিয়ে থাকতে
তোর নালিশ জমা ঠোঁটের আদলে,
আমি জানি ভীষণ অভিমান জমে
তোর চোখের কোণের ভেজা কাজলে।
এভাবেই প্রেম বাড়ে প্রতি ভোরে
তোকে ঘিরে শীতের নরম রোদের আদরে,
কখনও বা রাত্রি ভাঙা ঘুমের আলিঙ্গন
আবার কখনও ভালোবাসার উষ্ণ চাদরে।
বেড়ে উঠুক আমাদের প্রেম মিথোজীবী হয়ে,
ভরে যাক সমস্ত শূন্যতার করিডর,
রাত্রের শহর ভরে উঠুক কাঁচা আলোয় ভিজে
প্রসন্ন হোক আমাদের প্রেমের পরিসর।

No comments:

Post a Comment