Sunday, November 25, 2018

মিলিয়ে যাওয়া ইচ্ছে - গান

যদি নেমে আসে সন্ধ্যাতারা
তোমাকে বলে যায় গোপনে,
কোন রজনীতে আমাদের গল্পগুলো
এক হয়ে যাওয়ার কথা আছে,
সুমধুর এক জ্যোৎস্না রাতে
বাঁশিওয়ালা সূর তোলে পবন ডানায়,
মিলিয়ে যাওয়া ইচ্ছেগুলো জেগে ওঠে
সেই রাতের কোলে তোমার গভীরে অশ্রু হতে।

No comments:

Post a Comment