Tuesday, April 30, 2019

রমনি - গান

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

নাকি রাখতে পারোনি তাকে
শুধু মিথ্যা অজুহাতে
সে কেবলই তোমাকে ছায়া বানায়।

সে তো বেসেছিল ভালো
কেন ফিরে গেলো
যাওয়ার কি কথা ছিল তার?
শুধু ঠোঁটে মুখে
এলোমেলো সুখে
আজ ইচ্ছেরা সব নিরাকার।


একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

তাকে ভুলে যেও সুখে
চেপে যন্ত্রণা বুকে
মনে ভেবো যেন সে তাকে না হারায়।

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

সে তো এসেছিলো কাছে
কেন ফিরে গেছে
শুধুই কি দোষ সব আমার?
আজও গোপন রাতে
আমি খুঁজছি তাকে
আমি শব্দ শুনছি সে প্রেম ভাঙার।


একা বসে কেন তুমি
ওগো রমনি...

Sunday, April 21, 2019

একটু অবুঝ হতে দাও আমায় - গান

একটু অবুঝ হতে দাও আমায়,
একটু অবাক চোখে ভিজতে দাও আমায়,
তোমার চোখের কোণে থাকতে দাও আমায়
তোমার খোলা চুলে জড়িয়ে নাও আমায়।

এখানে কেউ আসে সেই অচেনা বেশে
তুমি কোথায় থাকো কোন অজানা দেশে
আমি চলে যাবো ঠিক তোমার ঠিকানায়
সেখানে গাইবো প্রানে এক নতুন নিশানায়...

"আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী,
তুমি থাকো সিন্ধু পাড়ে, ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি..."

আবার সময় তরী বইতে দাও আমায়,
তোমার বুকের মাঝে থাকতে দাও আমায়,
একটু অবুঝ হাতে খুঁজতে দাও তোমায়,
তোমার মনের ভাষা বুঝতে দাও আমায়।

যেখানে ছুঁতে পারি এক মেঘের মলাট
যেখানে বিকেল নামে, বাঁধে সময় জমাট
সেখানে তোমার কোলে শুয়ে নতুন আলোয়
আমি গাইতে রাজি আছি এক আঁধার কালোয়...

"কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি..."

গাইতে গাইতে চলবে সময়
তোমার চোখের মলিন ধুলোয়
লুটিয়ে যাবে সেই বেদনায়
পুরনো স্মৃতির মলিন খাতায়...

একটু অবুঝ হতে দাও আমায়...

Friday, April 19, 2019

হঠাৎ পড়লে মনে - গান

হঠাৎ পড়লে মনে
আমার কথার সুরে
নতুন আলোয় এসে দাঁড়াও,
তোমার চোখের পাতা
আমার একলা থাকা
রোদের বিকেল মেঘে তাকাও।
হঠাৎ পড়লে মনে...

তোমার কথা ভাবি
তোমার পাশে হাঁটি
তোমার ছায়ায় প্রেম খুঁজি,
আমার চোখে ভেজো
আমার গল্পে এসো
আমার শব্দে শুধু তুমি।
হঠাৎ পড়লে মনে...

(incomplete as per our norms)