Sunday, May 26, 2019

ছদ্মবেশী

রাতের পাহাড় ছুলো তোমায় তারার বুকে স্বপ্ন এঁকে,
আবার তুমি আসবে কবে ডাকপিয়নে প্রশ্ন রেখে।
তোমার কথার গল্পগুলো হারিয়ে যায় অন্য দেশে,
একলা ঘরের স্তব্ধ স্মৃতি তোমায় খোঁজে ছদ্মবেশে।
জানছি আমি, বুঝছি তোমায়, খুঁজছি শুধু মনের ভেতর
আলতো ছোঁয়া তোমার হাতে গল্প জোড়া সে শ্বেতপাথর।

Thursday, May 16, 2019

আমি চাইছি শুধু তোকে - গান

তোর মতো চোখে দেখবো বলে স্বপ্ন জ্বালি মনে,
তোর মতো একা হাঁটবো বলে ভাবছি ঘরের কোণে।

একা যেতে দে আমায় সেই আলোর খোঁজে দূরে
গানে বেঁধে দে আমায় আরও অনেক নতুন সুরে।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

তোর মতো লেখা পড়বো বলে জ্বালছি অনেক আলো
তোর ছোঁয়া পেয়ে বুঝতে পারি অন্ধকারটাও ভালো।

আমি পুড়তে ভালোবাসি এই অনুভূতির ছোঁয়ায়
আমি থাকতে ভালোবাসি তোর মনেরই দোরগোড়ায়।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

খাঁচার পাখি

নামতে নামতে সিঁড়িগুলো ভাঙতে আমায় আসছে দেখো
ওলট পালট গল্প ছুঁয়ে বুকের ভেতর আমায় রেখো।
যখন তুমি দেখবে চোখে উষ্ণ আঁচর একটা কারণ
তখন নাহয় জানবে সে প্রেম অন্য কোথাও বলা বারণ।
হয়তো চোখের জমবে বালি তারায় ভিজে অন্য রাতে,
কার বুকেতে ভরসা পাবে কার ছোঁয়াতে বাঁধবে হাতে।
আমার শুধুই শব্দ খোঁজার গল্প জমে সময় ঘিরে
খাঁচার পাখি বুঝবে কেমনে সুখের জোয়ার আপন নীড়ে।

Thursday, May 2, 2019

তুই থাকলে পাশে - গান

তুই থাকলে পাশে
আজ বৃষ্টি আসুক রাতে
আমার একলা আকাশ বড্ড কালো...
আজ বায়না ধরে মনে
শুধু তোকে চাইবে বলে
বল থাকবি তো তুই অনেক ভালো...
আজ তুই থাকলে পাশে...