Saturday, March 19, 2022

ভালো থাকার কারণ

আমাদের সন্ধ্যে হওয়া গল্পগুলো
ফাগুন হাওয়ায় রঙ মাতালো,
অভ্যাসে আর কি এসে যায়
পালটে ফেলায় মন গড়ালো।
তোমায় আমি চিনি অল্প
এই তো সেদিন আর কিছুক্ষণ,
অল্পতেই মন খুঁজছে তোমায়
সকাল বিকেল আর সারাক্ষণ।
রঙের নেশায় মাতাল হয়ে
পলাশ লালে শহর ঢাকে,
তোমার প্রিয় সূর্যমুখী
তোমার নামেই আমায় ডাকে।
আসলে অনেক কাছেই আছি
কিন্তু দূরে যাওয়া বারণ,
সময় চলছে নিজের মতন
ভালো থাকার তুমিই কারণ।

Tuesday, March 8, 2022

বসন্তের কোলে

ওই ফাল্গুনে বসন্তের কোলে
শুয়ে থাকে কোনও মায়াবী দুপুর,
আমি ধরা দিই তার চোখে,
যে রমণীর পায়ে শান্ত নূপুর।
নদী স্রোতে বয়ে যায় চেনা কথা,
বয়ে যায় আরও কত স্মৃতি,
আমরা পেরেছি কাটিয়ে উঠতে সে ব্যথা,
আসলে এটাই এ জগতের রীতি।

Monday, March 7, 2022

এর পরেও

এর পরেও কেউ আসবে ভেবেছিল
রাত্রি মুছে এক ভোরের আলোয়,
নির্জন দ্বীপে মুছে গেছে তার নাম
ব্যস্ত হয়েছে সে নিজের ভালোয়।