Tuesday, March 11, 2025

কোনও অন্য এক সকাল

কোনও অন্য এক সকাল,
ঠোঁটে অন্য কোনও নাম,
বসন্ত বয়ে যায় শুধু বয়ে যায়
মৃত পলাশ খোঁজে রঙ।
যদি পাতা ঝরা কিছু গান,
সাথে সম্পর্কের আড়াল,
শেষ বিকেলের মেঘে রঙ খুঁজে পায়
সে রঙে নূতনের আহ্বান।

আমায় মুক্তি দাও

আমি পাড়ছি না আর তোমার সাথে থাকতে,
পাড়ছি না আর তোমার হয়ে বাঁচতে,
আমি পাড়ছি না আর তোমার কথায় চলতে,
এবার আমায় মুক্তি দাও।
আমি পড়ছি ভেঙে রোজ, 
আমি করছি নতুন খোঁজ,
কেন আমার ভিতর তুমি নিখোঁজ?

আমি কাঁদছি না আর তোমার দেওয়া শব্দে,
ভাঙছি না আর তোমার লেখা ছন্দে,
আমি থাকছি না আর তোমার কোনও গল্পে,
এবার আমায় মুক্তি দাও।
আমার গল্প লেখার হাত,
আমার দুঃখ পাওয়ার ধাত,
কেন তোমার কথায় রাত
ভিজে যায়?

Monday, March 3, 2025

তুমি থেকে যেও

একটা জীবন তোমার আমার
গল্প লেখা বাকি,
তবুও তুমি মুখ ফিরিয়ে
দিচ্ছ কেন ফাঁকি?
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
জীবন খাতার শেষে।
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
শেষ ঘুমেরও দেশে।
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
অনেকখানি হেসে।
তুমি থেকে যেও শুধু আমার হয়ে
লক্ষ তারার বেশে।