Monday, April 13, 2015

মৃত্যুর পর প্রিয়জনকে লেখা এক আত্মার চিঠি



শোনো,
নতুন ছোঁয়া পেতে চাইনা আমি, যদি পারো তো ফিরিয়ে দাও সেই পুরনো স্পর্শগুলোকে। যে স্পর্শের প্রতিটি কোশের মধ্যে লেগে আছে রোমাঞ্চ, ভালোবাসা। জানি এটা আর সম্ভব নয়, রিজেক্টেড হয়ে আমি আজ শুয়ে আছি সাদা কাপড়ে সাজানো বিছানার উপর। যদি কখনো মনে পরে তাহলে কাগজে চিঠি লিখে ছুঁড়ে দিও শূন্য আকাশের দিকে, আমি ঠিক পড়ে নেব। যদি কখনো দেখতে ইচ্ছা করে আমায় তাহলে অন্ধকার রাতকে বোলো আরও গভীর হতে। দেখবে সেদিন জোনাকি হয়ে তোমার চারিপাশে উড়ে বেড়াবো, নয়ত আকাশের এক কোনে তারা হয়ে মিটিমিটি চোখে তাকিয়ে হাসবো। সেদিন ইচ্ছা করলে কথাও বলতে পারো, আমি নীরবে শুনে যাবো কোনও উত্তর না দিয়ে।


                                     ইতি – মৃত এক কণ্ঠ

3 comments: