Monday, October 31, 2016

প্রায়োরিটি

তোমার সময় হারিয়ে যায়, ক্ষীণ হয়ে যায় অবসরের স্মৃতি,
নতুনেরা এই ভিড়ে হাত বাড়ায়, কমে যায় আমার প্রায়োরিটি।

Saturday, October 29, 2016

আমার বদলে যাওয়া

তোর উঠোনে আলোর রঙ ছড়িয়ে থাক,
শুকনো দেওয়ালের গায়ে বারুদের গন্ধ মেখে
লিখে রাখা থাকুক আমার উৎসবের দিনগুলো,
আমার তো ফিরে আসার কথা ছিল
অন্য কোনও মনের সন্ধানে।
তবু জল গড়িয়ে মিশে যায় ঢুসরে,
সাদা কালো চোখে চশমার প্রয়োজন পড়ে,
আমার রাস্তা বদলে যায়
যেখানে তোর ছায়া ঘুরতে আসেনি কখনও
আমিও বদলে যেতে ভালোবাসি প্রতিটি ফোঁটায়।

Friday, October 28, 2016

ঠিকানা

তোমার আকাশে হারিয়ে গেছি, আমিও জানি নেই আমি,
তোমার বাতাসে স্বপ্ন বেচি, অন্য কোথাও যাও তুমি।

ফেরা

সাঁঝের আলোয় হাঁটবো আমি, তোর কথা আর মাখবো না,
অন্য পথে হাঁটবি জানি, তোর ঘুমে আর আসবো না।

অন্য আলো

আমার কথা তুই শুনবি কেন, আমার শব্দে সময় ক্ষয়,
তোর আকাশে অন্য আলো, সাজানো তোর অভিনয়।

ভাঙন

তোর চোখের নালিশ, ক্লান্ত বালিশ, আমার শরীর ভীষন জ্বর,
অভিমান খুব, শব্দের স্তূপ, ভাঙছে গড়ছে আমার ঘর।

Thursday, October 27, 2016

মিথ্যে

ছায়ার মানুষ দাঁড়িয়ে আছে, তোর জানালার অন্ধকারে,
মিথ্যে শব্দ সত্যি সাজে, কথার ভিতর অহংকারে।
মিথ্যা যে তোর ঠোঁটের ডগায়, সত্যি কথার নিম্নস্বরে,
মাঝরাতে প্রেম আজও কাঁদায়, আসলি কেন আমার ঘরে?

Wednesday, October 26, 2016

অ্যালবাম

তোমার শহর থমকে আছে
ক্লান্ত ট্র্যাফিক, ভিড়-জ্যামে,
আমার স্মৃতি হারিয়ে গেছে
ভোর রাতের ওই অ্যালবামে।

Monday, October 24, 2016

কত ভালো হতো - গান

কত ভালো হতো যদি সব ভেঙে জুড়ে ফেলা যেত,
কত ভালো হতো যদি হাতে মুঠো রোদ ধরা যেত,
কত ভালো হতো যদি ভাঙা মেঘে ভেসে যাওয়া যেত,
কত ভালো হতো যদি সব গান বেঁধে ফেলা যেত,
যদি সব ভালো হয়ে যেত, আশাগুলো আশাহত, মেঘেরা ঘরে ফিরে যেত।
তবে সাঁঝবাতি নিভে যেত, তুলসীরও মাথা নত, গান বাঁধা কবে ঘুচে যেত।

কত ভালো হতো যদি ভাঙা ডালে হাসি ফিরে যেত,
কত ভালো হতো যদি এক ডাকে তোকে পাওয়া যেত,
কত ভালো হতো যদি সব ভুল মুছে ফেলা যেত,
কত ভালো হতো যদি মাঝরাতে ফিরে আসা যেত,
যদি সব ভালো হয়ে যেত, মন ছুঁয়ে কথা দিত, জোনাকির ঘর ভাঙা যেত।
তবে তারাদের রাগ হতো, সময়েরও দেখা হতো, তোকে নিয়ে ঘর বাঁধা যেত।

কত ভালো হতো, কত ভালো হতো, কত ভালো হতো, যদি সব কিছু ভুলে যাওয়া যেত।।

Sunday, October 16, 2016

একক

শীতের কামড় পড়ছে গায়ে শুষ্ক হাওয়ার ডাক,
বৃষ্টি নামলে সময় ভাঙলে কাঁদছে ঘুমের রাত।
একলা মনে ঠোঁটের কোনে জমছে শব্দের ঝাঁক,
সাঁঝের বন্দর হাঁটছে পায়ে, আকাশ করছে মাত।