Fainted Speeches
Words can't fly but they can travel from heart to heart.
Friday, January 27, 2017
প্রেমের ক্ষেত্রফল
তোর দেওয়াল জুড়ে গল্প আমার,
দিনের আলোয় রাত বাকি,
প্রেম বৃত্তের ক্ষেত্রফলে
অসীম ব্যাসের গ্রাফ আঁকি।
Tuesday, January 24, 2017
শহরের সাজঘর
শহরের সাজঘরে জমে একা
হেঁটে যাওয়া ঘুমে তোমার সঙ্গে দেখা,
ফিরে গেছে তরী, নেমে আসে পরী,
জলে ভেজা শীতে আমাদের স্মৃতি আঁকা।
Sunday, January 22, 2017
আবেগ মন্ত্র
আজ আকাশের কান্না বুকে জমছে অভিমান,
প্রেমিকা তাই প্রেমের খাতায় বাড়ায় ব্যাবধান,
ভালো থাকার মন্ত্র পড়ে, বাঁচতে চাইছি রোজ,
কলম খুঁচিয়ে আবেগের ভিড়ে করছি শব্দের খোঁজ।
Saturday, January 14, 2017
ন্যাচারাল
হাওয়া বয়ে যায় শহরের রাতে,
ঘড়ি মাপে রাত, সময়ের হাতে,
জোনাকিরা কাঁদে একা মাঝরাতে,
ফিরে আসে প্রেম চিঠি লেখা হাতে।
ভালোবাসা লাগে প্রেমিকার কাঁধে,
আকাশের হাসি জ্যোৎস্নার চাঁদে,
চলে গেছে শীত, বলে গেছে কাকে?
তুমি আমি আজও হাঁটি ফুটপাথে।
সমাজ
রাজপথে আজ নাঙ্গা সাধু
মানুষ তাকে ভক্তি করে,
মেয়ের বস্ত্র ছোট হলেই
তার চরিত্রে দাগ পড়ে।
এই সমাজেই বাড়ছি আমি
ভয় লাগে খুব ভায়া,
চোখ বুজে আর দেখবো কদিন
পুরুষতন্ত্রের ছায়া।
Monday, January 9, 2017
আরও শীত
সূর্যটা মুখ ঢাকে খেঁজুরের দেশে,
রসগোল্লা গুড় মাখে নলেন ছদ্মবেশে।
Saturday, January 7, 2017
সাঁঝ গল্প
সন্ধ্যাতারা প্রহর গোনে
গল্প শোনায় ঝাড়বাতি,
রক্ত রবি অস্ত গেলে
জোনাকি জ্বালায় সাঁঝবাতি।
Friday, January 6, 2017
বর্ষবরণ
একটি মানুষ একলা ফেরে
বর্ষবরণ রাতে,
সমাজ তাকে স্পর্শ করে
পোশাকের অজুহাতে।
নারী বলে মানুষ না ভেবে
ভাবছো খেলার পুতুল,
এখনও বলছি সময় আছে,
শুধরে নিও ভুল।
দেখবে যেদিন হাজার নারী
নামবে রাস্তা জুড়ে,
সেদিন কিন্তু পার পাবে না
লুকিয়ো মাটি খুঁড়ে।
Tuesday, January 3, 2017
উল্কারাত
এই সন্ধ্যায় পাহাড় ঘুমায়, তারায় ভিজে রাত নামে,
ঘাসের নীচে ডাকছে ঝিঝি, আকাশ তোমার ডাকনামে।
নিঝুম রাতের উল্কা খসে অন্ধকারের হাত ধরে,
দুইটি মানুষ স্বপ্ন দেখে চোখের তারায় ভর করে।
গাছের গুঁড়ি স্নেহয় জড়ায়, ছায়ার নীচের ঘুম জানে,
এই পৃথিবী নিয়ম মেনেই ভরছে খুশী তোর খামে।
সময় পেলেই চাইবো আমি উল্কা খসা এক ভোরে,
তোরই সাথে থাকবো আমি জীবন স্রোতের সব মোড়ে।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)