Saturday, April 22, 2017

ওরা বিচ্ছেদ চায়

গভীর রাতের দুই জোড়া চোখ ভিজছে অসহায়,
তোর তাসের ঘরের ইটগুলো আজ বিচ্ছেদ চায়।

Thursday, April 20, 2017

মেঘের কান্না

একটা তারা আকাশ থেকে পড়লো খসে কাকভোরে,
শহর কাঁদল মেঘের ব্যাথায়, বৃষ্টি নামলো খুব জোড়ে।

Wednesday, April 19, 2017

গোধূলি

বিকেল শেষের দমকা হাওয়া লাগলো এসে গায়ে,
প্রেমের ক্ষতয় বৃষ্টি নামলে ভিজবো খালি পায়ে।

Tuesday, April 18, 2017

মুখোমুখি

এক সমুদ্রে মুখোমুখি ছোট্ট দুটি ঢেউ,
জলের স্রোতে হারিয়ে গেলো,
রাখলো না মনে কেউ।

Saturday, April 15, 2017

শুভ নববর্ষ

আশার আলো দুচোখ ভরে,
বাঁচবো সবাই নতুন করে।

Thursday, April 13, 2017

স্বার্থপর

ভেবেছি একটু স্বার্থপর হবো,
হাসি মুখে গুনেছি অনেক বিন্দু জল,
জানি না এক মুঠো ঢেউ কবে হাতে পাবো,
একটু বদলে যেতে আমার ক্ষতি কি বল?

জেনে রাখ একদিন ভেজা উদ্ভিদ হবো,
আমার গায়ে খেলবে অনেক ঘাসের দল,
শুনে রাখ শেষবেলা শুকনো কাঠ হবো,
আমার বুকেই জ্বলবে বিধ্বংসী দাবানল।

ভেবেছি একটু দিনে রোদ হবো,
ভাঙা মনে ছড়িয়ে দেবো আলোর দল,
জানি না কোন মাসে কালবৈশাখী হবো,
আমাকে ভোগ করবে সব পাপের ফল।

জেনে রাখ সব ছেড়ে একদিন চলে যাবো,
ভাঙবো না আর কোনোদিন কারোর মন,
শুনে রাখ পথ জুড়ে গোলাপ ছড়িয়ে যাবো,
সেদিন বসে আমার কথা ভাবিস সারাক্ষণ।

Wednesday, April 12, 2017

কবিতার ফ্রেম

মাঠ শুয়ে থাকে একা আনমনে,
প্যারালাল পথে হেঁটে চলে গেছে দুটি রেল,
চাঁদ ওঠে দূরে আকাশের কোলে,
বাকি থেকে যায় আমাদের অসফল প্রেম।

তুমি ফিরে গেছ চোখ ভেজা জলে,
বিরহের ভিড়ে জমে গেছে শহরের লেন,
আমি মিশে গেছি রোজ শব্দের দলে,
মনমরা হয়ে আছে আমার কবিতার ফ্রেম।

Monday, April 10, 2017

নদীর গান

বুকে জমে আছে পাথরের ভিড়,
একা নদী মনমরা স্রোতহীন তীর,
পথ গেয়ে ওঠে রোজ পাহাড়ের গান,
জীবনের ভারে আজ শিকলের টান।

Sunday, April 9, 2017

শহরের রীতি

মেলে ধরে থাকো রঙে ভেজা দিন,
উড়ে আসে চিঠি ভালোবাসা হীন,
পথে জমে থাকে ফেলে আশা স্মৃতি,
প্রেমে ব্যাথা পাওয়া এই শহরের রীতি।

Saturday, April 8, 2017

বসন্তের ভুল

এক মুঠো রোদে আলোকিত আশা,
এই শহরের বুকে বাড়ে ভালোবাসা।
জলে ধুয়ে যায় জমে থাকা দিন,
কচি ঘাস বাঁচে তবু পায়ে প্রাণহীন।
ধোঁয়া জমে মেঘে, আবেগের ভিড়ে,
রাত নামে একা, পাখি ফেরে নীড়ে।
প্রেমে নেশা জাগে পলাশের ফুলে,
আমি একা হেঁটে যাই বসন্তের ভুলে।

শহরের আহ্বান

ফিরে এসো তুমি শহরের বুকে,
ঠোঁট ছোঁওয়া মন প্রেমিকার মুখে
লেগে থাকে আজ বৃষ্টির জলে ভিজে।
ভালোবাসা বাকি এক কোনা ঘরে,
শুয়ে আছো তুমি ভেজা চাদরের জ্বরে
ঘুম চোখে গড়া আনমনা স্বপ্নের ব্রিজে।

Sunday, April 2, 2017

মন খারাপ

একটা গান লিখেছি গাইবে?
তোমার মন খারাপের পর্বে!