Saturday, April 8, 2017

শহরের আহ্বান

ফিরে এসো তুমি শহরের বুকে,
ঠোঁট ছোঁওয়া মন প্রেমিকার মুখে
লেগে থাকে আজ বৃষ্টির জলে ভিজে।
ভালোবাসা বাকি এক কোনা ঘরে,
শুয়ে আছো তুমি ভেজা চাদরের জ্বরে
ঘুম চোখে গড়া আনমনা স্বপ্নের ব্রিজে।

No comments:

Post a Comment