Wednesday, April 12, 2017

কবিতার ফ্রেম

মাঠ শুয়ে থাকে একা আনমনে,
প্যারালাল পথে হেঁটে চলে গেছে দুটি রেল,
চাঁদ ওঠে দূরে আকাশের কোলে,
বাকি থেকে যায় আমাদের অসফল প্রেম।

তুমি ফিরে গেছ চোখ ভেজা জলে,
বিরহের ভিড়ে জমে গেছে শহরের লেন,
আমি মিশে গেছি রোজ শব্দের দলে,
মনমরা হয়ে আছে আমার কবিতার ফ্রেম।

No comments:

Post a Comment