ভেবেছি একটু স্বার্থপর হবো,
হাসি মুখে গুনেছি অনেক বিন্দু জল,
জানি না এক মুঠো ঢেউ কবে হাতে পাবো,
একটু বদলে যেতে আমার ক্ষতি কি বল?
জেনে রাখ একদিন ভেজা উদ্ভিদ হবো,
আমার গায়ে খেলবে অনেক ঘাসের দল,
শুনে রাখ শেষবেলা শুকনো কাঠ হবো,
আমার বুকেই জ্বলবে বিধ্বংসী দাবানল।
ভেবেছি একটু দিনে রোদ হবো,
ভাঙা মনে ছড়িয়ে দেবো আলোর দল,
জানি না কোন মাসে কালবৈশাখী হবো,
আমাকে ভোগ করবে সব পাপের ফল।
জেনে রাখ সব ছেড়ে একদিন চলে যাবো,
ভাঙবো না আর কোনোদিন কারোর মন,
শুনে রাখ পথ জুড়ে গোলাপ ছড়িয়ে যাবো,
সেদিন বসে আমার কথা ভাবিস সারাক্ষণ।
No comments:
Post a Comment