Saturday, April 8, 2017

বসন্তের ভুল

এক মুঠো রোদে আলোকিত আশা,
এই শহরের বুকে বাড়ে ভালোবাসা।
জলে ধুয়ে যায় জমে থাকা দিন,
কচি ঘাস বাঁচে তবু পায়ে প্রাণহীন।
ধোঁয়া জমে মেঘে, আবেগের ভিড়ে,
রাত নামে একা, পাখি ফেরে নীড়ে।
প্রেমে নেশা জাগে পলাশের ফুলে,
আমি একা হেঁটে যাই বসন্তের ভুলে।

No comments:

Post a Comment