Wednesday, September 20, 2017

অশনি সংকেত

এখান থেকেই যুদ্ধ শুরু,
অশ্বারোহীর জয় পরাজয়,
লড়াই খোঁজে পায়ের ভূমি 
ভয়ের মাঝেই লুকিয়ে অভয়। 

তোমার যুদ্ধ বন্দী সীমায় 
শিকল ঘেরা এক ঠিকানায়, 
আমার locus বিস্তৃত খুব 
জীবন রেখার শেষ সীমানায়।

Wednesday, September 13, 2017

জীবনের রাজপথ

সেদিন বেশ ভালোই ছিলাম, কেউ ছিল না চলার পথে,
একলা আমি হেঁটে গিয়েছিলাম এই জীবনের রাজপথে,
পথে দেখা দিলো ভালোবাসা, মনে বেড়ে গেলো বিশ্বাস,
সত্যি বলছি, আমার এখন কষ্ট হয়, থমকে শ্বাস-প্রশ্বাস।

যে পথে সবাই হেঁটে চলে গেছে নিজের স্বার্থের সন্ধানে,
সেই পথে আমায় রোজ গ্রাস করেছে শর্তেরা প্রতিক্ষণে,
কথা তো ছিল ভালো থাকবো, ভালোবাসা করলো নিরাশ,
আমি অভ্যাসের কাঁটাতারে আটকে জীবন্ত একটা লাশ।

Tuesday, September 12, 2017

মোহনায় বন্দী

সমুদ্রের ঢেউগুলো বড়ো শান্ত হয়ে উঠেছে,
সন্ধ্যার বাতাসের বুকে ওরা উড়ে বেড়াতে চায়,
বালির গর্ভে লুকিয়ে রেখেছে সমস্ত শিকার
পথহারা ঝিনুকের মৃতদেহ ওদের আহ্বান জানায়।
কোনও দিন সন্ধ্যায় একসাথে কলরব করবে
ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো রাত পাখিদের ডানায়
শুনতে পাবো ওদের গর্জন।
আমি নদী মোহনায় বসে থাকবো সেই গর্জন শোনার অপেক্ষায়,
দূর দ্বীপে হারিয়ে যাওয়া নাবিকের আর্তনাদ ভেসে আসবে
আমার কানে মৃত শঙ্খের নকশা ভেদ করে।
আমি উঠে দাঁড়াবো, ঢেউগুলো আহ্বান জানাবে আমাকে,
একটু একটু করে পা বাড়াবো সমুদ্রের দিকে,
ভেজা বালির উপর মোহনা ভর্তি তারা আমায় সাহস দেবে,
বিপন্ন নাবিকের শব্দ আরও তীব্র হয়ে বাজবে মাথার ভিতর।
একটা বড়ো ঢেউ, মুছে দেবে আমার পায়ের ছাপগুলো,
আর আমাকে আশ্রয় দেবে নিজের গভীরে,
চিৎকার করে বলবো, ধৈর্য ধরে হে সময়ের নাবিক,
ধ্রুবতারা নিয়ে আমি আসছি তোমায় পথ দেখাতে।

Friday, September 8, 2017

মেঘের উল

দূরে পাহাড়ের ঘরে ফেলে আসা ক্ষত
রোজ জমে বুকে দৃঢ় পাথরের মতো
রাতে শীত নামে কিছু স্মৃতি জমে মনে
মেঘে উল বোনে, বুকে পাঁজরের কোনে।

রাত এখন

হারিয়ে গেছি রোজ
কবিতার আড়ালে,
সময়ে নিয়ো খোঁজ
বেশী রাত গড়ালে...

Sunday, September 3, 2017

পূজার আবেশ

যে শহরে মিশে আছে
ট্র্যাফিকের আলো চলাচল
যে শহরে মিশে আছে
ভালোবাসার মানুষের ঢল।
সেখানে তুমি মা'গো
নতুন করে আসছ ফিরে
আমার মনে স্বপ্নগুলো
মেলছে ডানা তোমায় ঘিরে।
আমার মনের ঘরে প্রেম সাজাবো
পূজায় কদিন এই আবেশে
রাখবো তোমায় মনের ভিতর
প্রতিটা রাত দিনের শেষে।
তোমার শহর খুশীতে ভরুক
উৎসবে আজ নতুন করে,
আমার উপর দৃষ্টি রেখো
ভালোবাসা দাও দুচোখ ভরে।