সমুদ্রের ঢেউগুলো বড়ো শান্ত হয়ে উঠেছে,
সন্ধ্যার বাতাসের বুকে ওরা উড়ে বেড়াতে চায়,
বালির গর্ভে লুকিয়ে রেখেছে সমস্ত শিকার
পথহারা ঝিনুকের মৃতদেহ ওদের আহ্বান জানায়।
কোনও দিন সন্ধ্যায় একসাথে কলরব করবে
ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো রাত পাখিদের ডানায়
শুনতে পাবো ওদের গর্জন।
আমি নদী মোহনায় বসে থাকবো সেই গর্জন শোনার অপেক্ষায়,
দূর দ্বীপে হারিয়ে যাওয়া নাবিকের আর্তনাদ ভেসে আসবে
আমার কানে মৃত শঙ্খের নকশা ভেদ করে।
আমি উঠে দাঁড়াবো, ঢেউগুলো আহ্বান জানাবে আমাকে,
একটু একটু করে পা বাড়াবো সমুদ্রের দিকে,
ভেজা বালির উপর মোহনা ভর্তি তারা আমায় সাহস দেবে,
বিপন্ন নাবিকের শব্দ আরও তীব্র হয়ে বাজবে মাথার ভিতর।
একটা বড়ো ঢেউ, মুছে দেবে আমার পায়ের ছাপগুলো,
আর আমাকে আশ্রয় দেবে নিজের গভীরে,
চিৎকার করে বলবো, ধৈর্য ধরে হে সময়ের নাবিক,
ধ্রুবতারা নিয়ে আমি আসছি তোমায় পথ দেখাতে।
No comments:
Post a Comment