Wednesday, September 20, 2017

অশনি সংকেত

এখান থেকেই যুদ্ধ শুরু,
অশ্বারোহীর জয় পরাজয়,
লড়াই খোঁজে পায়ের ভূমি 
ভয়ের মাঝেই লুকিয়ে অভয়। 

তোমার যুদ্ধ বন্দী সীমায় 
শিকল ঘেরা এক ঠিকানায়, 
আমার locus বিস্তৃত খুব 
জীবন রেখার শেষ সীমানায়।

No comments:

Post a Comment