যে শহরে মিশে আছে
ট্র্যাফিকের আলো চলাচল
যে শহরে মিশে আছে
ভালোবাসার মানুষের ঢল।
সেখানে তুমি মা'গো
নতুন করে আসছ ফিরে
আমার মনে স্বপ্নগুলো
মেলছে ডানা তোমায় ঘিরে।
আমার মনের ঘরে প্রেম সাজাবো
পূজায় কদিন এই আবেশে
রাখবো তোমায় মনের ভিতর
প্রতিটা রাত দিনের শেষে।
তোমার শহর খুশীতে ভরুক
উৎসবে আজ নতুন করে,
আমার উপর দৃষ্টি রেখো
ভালোবাসা দাও দুচোখ ভরে।
No comments:
Post a Comment