Wednesday, September 13, 2017

জীবনের রাজপথ

সেদিন বেশ ভালোই ছিলাম, কেউ ছিল না চলার পথে,
একলা আমি হেঁটে গিয়েছিলাম এই জীবনের রাজপথে,
পথে দেখা দিলো ভালোবাসা, মনে বেড়ে গেলো বিশ্বাস,
সত্যি বলছি, আমার এখন কষ্ট হয়, থমকে শ্বাস-প্রশ্বাস।

যে পথে সবাই হেঁটে চলে গেছে নিজের স্বার্থের সন্ধানে,
সেই পথে আমায় রোজ গ্রাস করেছে শর্তেরা প্রতিক্ষণে,
কথা তো ছিল ভালো থাকবো, ভালোবাসা করলো নিরাশ,
আমি অভ্যাসের কাঁটাতারে আটকে জীবন্ত একটা লাশ।

No comments:

Post a Comment