Thursday, August 30, 2018

অনুভূতি সিরিজ - ৩

মনখারাপের কোনও একক নেই
যতটা দূরত্ব বাড়ে ততটাই সত্য,
ইতিহাস সাক্ষী প্রতিটি প্রেমের
কোনও এক সন্ধ্যায় পতন ঘটতো।
আমরাও তাই সরে গেছি দূরে
শেষ রাতের ওই স্বপ্নের ভোরে,
যেখানে সময় শেষ কথা বলে
ধ্রুবতারা একা গল্পটা শোনে।

Sunday, August 26, 2018

কত বার - গান

কত কত কত কত বার বার বার
আবেগে জমেছে যে পাহাড়,
কত কত কত কত বার বার বার
লাগেনি এ টেলিফোন, রং নাম্বার।
চেয়ে দেখি তোমাকে
গ্যালারিতে কে বসে
স্ক্রিনে ছোঁয়া আঙুল তাই মন ছুঁতে চায়,
কত কত কত কত বার বার বার
চোখেতে তোমার ছবি নেমেছে আষাঢ়।

হাতে শুয়ে তুলি, ক্যানভাসে ঘুড়ি
আঁকাবাঁকা পথে চলে যায়,
বুকে জমে পাথর আর ভেজা জামা কাপড়
লাল রোদে মন যে হারায়।

(It's not the complete lyrics)
follow me at Facebook

Monday, August 13, 2018

মনখারাপের গোপন আহার

হয়তো আমরা ফুরিয়ে যাচ্ছি
সকাল বিকেল অনেক রাত্রি,
চোখের আঁধার খুঁজছে কারণ,
তোমার নামটা বলা বারণ।
আমার প্রেমের যন্ত্রণাতে
তুমিও থেকো অন্য রাতে,
আমার কথার শব্দ পাহাড়
মনখারাপের গোপন আহার।

Wednesday, August 8, 2018

অচেনা মন

আমাকে মনে রেখো
বিঁধে রেখো তোমার বুকে,
ধুসর স্মৃতির মায়ায় না জড়িয়ে
তুমিও থেকো ভীষন সুখে।
যদি কোত্থাও দেখা হয়ে যায়
চিনবে না তুমি আমায় চিনেও,
পথ এড়িয়ো চোখের আড়াল
মুছে দিও তোমার বিরক্তিতেও।